গাজীপুরে শিশু হত্যায় একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন

পপুলার২৪নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে শিশু হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

এ ছাড়াও এ মামলার অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদেরকেও পাঁচ হাজার জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. রিপন মিয়া (৩৩) শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকার হাসমত আলীর ছেলে। আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামের মো. রহিমের ছেলে রবিউল ইসলাম (২০) ও শেরপুরের ঝিনাইগাতী থানার দিঘিরপাড় এলাকার মো. মোস্তফার ছেলে মো. মোজাফ্ফর (১৯)। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

মামলার নথির বরাত দিয়ে পিপি আরিছ উদ্দিন আহম্মদ বলেন, মায়ের দ্বিতীয় বিয়ে হওয়ায় নাজনিন নামের সাত বছরের শিশুটি শ্রীপুরের চকপাড়ায় নানা হাসমত আলীর বাড়িতে থাকত। হাসমত আলীর সঙ্গে জমির বিরোধের জেরে ২০১৫ সালের ৩০ অক্টোবর তাকে হত্যা করা হয়। পরদিন তার মা মোসাম্মৎ আসমা বেগম শ্রীপুর থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার আমিনুর রহমান ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

তিনি আরো বলেন, এ মামলায় মোট আটজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে মাতৃমৃত্যুর হার বেড়েছে
পরবর্তী নিবন্ধমোদির গলা কাটতে বিহারে অনেকেই প্রস্তুত!