পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায় ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন।
বুধবার দিনগত রাত ৩টার দিকে বাঘিয়া-রাজাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকের চালক গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯) এবং ট্রাকের শ্রমিক রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), একই এলাকার অলিন রায়ের ছেলে দিলিপ রায় (২২) ও রাখাল রায়ের ছেলে শ্রী কাজল রায় (২৪)।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় ‘করম মোল্লা ব্রিকস’ নামের ইটাভাটায় ট্রাকশ্রমিকের কাজ করতেন হতাহতরা।
রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে ভাটায় ফিরছিল ট্রাকটি। ইটভাটার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে তিন ট্রাকশ্রমিক নিহত এবং গুরুতর আহত হন ট্রাকচালক সোহেল মিয়া। এক শ্রমিক অবশ্য সাঁতরে প্রাণে বাঁচেন।
পরে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে এবং আহত ট্রাকচালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তিন ট্রাকশ্রমিকের লাশ বাঘিয়া এলাকায় করম মোল্লা ব্রিকস ইটভাটায় রয়েছে।
ওই ট্রাকের আরেক শ্রমিক সুবল চন্দ্র রায় জানান, আমরা চারজন ট্রাকের ভেতর চালকের পাশে ঘুমিয়ে ছিলাম। ভাটার পাশে এসে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। আমি কীভাবে যেন ট্রাক থেকে বেরিয়ে আসি।
বাকিরা ট্রাকের ভেতর থেকে বের হতে পারেনি। পরে স্থানীরা তাদের উদ্ধার করে।
নিহত সুজন রায়ের চাচা সুবাশ রায় জানান, নিহত ট্রাকশ্রমিক তিনজন একই এলাকার। তারা ভাটার মালিক করম মোল্লার ট্রাকে কাজ করতো।