গাজীপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় রাতে মৃত মঞ্জু মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মোবাইল ও স্বর্ণলঙ্কার লুট করে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মঞ্জু মিয়ার স্ত্রী ও দুই মেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে এলাকায় মাইকিং করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই ডাকাতকে আটক করে। এ সময় এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানে পুলিশের ওপর বোমা বিস্ফোরণ, সুন্নি গোষ্ঠীর দায় স্বীকার
পরবর্তী নিবন্ধপ্রশ্নফাঁস রোধে আন্ডারকাভার অপারেশন করবে র‌্যাব