গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
জঙ্গি আস্থানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার সকাল সাড়ে ৬টা থেকে কাউন্টার টেরোরিজম জেলা ইউনিট, জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে সদর উপজেলার মোল্লারচরে এই অভিযান শুরু করে।

এরপর সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলগুলোতে জঙ্গিবিরোধী অভিযান চলবে বলে জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার চরাঞ্চলে এ জঙ্গিবিরোধী অভিযান চালছে।

এখনও কোনো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগেও গত বছরেও গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়। সে সময় জেলার চরাঞ্চল থেকে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধআইএস যৌনদাসী মার্কেট থেকে ফিরে এসেছেন তারা
পরবর্তী নিবন্ধজাতিসংঘের অনুষ্ঠান এড়ানোর সিদ্ধান্ত নওয়াজের