গরু হত্যায় ১৪ বছর মানুষ হত্যায় ২ বছর

পপুলার২৪নিউজ ডেস্ক:

পাশ্বর্বর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যে গরু হত্যার জন্য পাঁচ, সাত থেকে ১৪ বছর পর্যন্ত  কারাদণ্ডের বিধান আছে। অথচ দ্রুতগতিতে অথবা অবহেলায় গাড়ি চালিয়ে মানুষ হত্যার সাজা মাত্র দুই বছরের কারাদণ্ড।

শনিবার দিল্লি একটি সড়ক দুর্ঘটনা মামলার রায় দেয়ার সময় এই তথ্য জানিয়েছেন দিল্লি আদালতের বিচারপতি সঞ্জীব কুমার।

ওই দিন গাড়িচাপা দিয়ে হত্যার দায়ে একজনকে দুই বছরের কারাদণ্ড দেন বিচারপতি সঞ্জীব।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে এক মোটরসাইকেল আরোহীকে গাড়িচাপা দিয়ে হত্যা করেন উৎসব ভাসিন (৩০) নামের এক ব্যক্তি। তার অবহেলার কারণেই ওই  দুর্ঘটনা ঘটে বলে মামলায় প্রমাণিত হয়। আদালত তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১২ লাখ রুপি জরিমানা করেন।

বিচারপতি সঞ্জীব কুমার মামলার ওই রায়ের কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানোর নির্দেশ দেন। এ ধরনের হত্যাকাণ্ডে সাজার মেয়াদ বাড়াতে বর্তমান আইনের সংশোধন আনতেই এ নির্দেশ দেন তিনি।

রায়ের পর একটি হিন্দি গানের অংশ গেয়ে শোনান বিচারপতি সঞ্জীব, যার অর্থ করলে দাঁড়ায়, মানুষ চাইলে তার ভাগ্য বদল করতে পারে, পৃথিবীর চেহারাই বদলে দিতে পারে। মানুষকে শুধু তার উদ্দেশ্য ঠিক রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধযাদের নাম হয়, তাদের বদনামও হয়: নাসির
পরবর্তী নিবন্ধক্ষতিপূরণ দিতে হচ্ছে অ্যাশলে ম্যাডিসনকে