গদখালীতে ফুলচাষীদের প্রকাশ্যে রূপালী ব্যাংকের ঋণ বিতরণ

নিজস্ব ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রূপালী ব্যাংক দেশের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় করোনায় ক্ষতিগ্রস্থ যশোর জেলার গদখালীতে ফুলচাষী ও কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. মজিবর রহমান উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।অনুষ্ঠানে যশোর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. ইমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের ডিজিএম জেবু সুলতানা। এতে করনায় ক্ষতিগ্রস্থ ৩০ জনসহ ৮০ জন ফুলচাষী ও কৃষকের মাঝে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের এসএমআর রোড শাখার শাখা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ২১৮৭
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০ দিনের কর্মসূচীর উদ্বোধন