গত বছরের তুলনায় এডিপি বাস্তবায়ন ভালো: পরিকল্পনামন্ত্রী

 

সাইদ রিপন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ভালো হয়েছে।চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ৩৯ দশমিক ১৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। গত বছর একই সময়ে ছিল ৩৮ দশমিক শূন্য এক শতাংশ।’

মঙ্গরবার (১২ মার্চ) রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিং শেষে তিনি এ তথ্য প্রকাশ করেন।পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত আট মাসে ব্যয় হয়েছে ৭০ হাজার ৭৭২ কোটি টাকা। এর মধ্যে রয়েছে সরকারি তহবিলের ৪২ হাজার ৯৮৯ কোটি টাকা, প্রকল্প সাহায্যে ২৪ হাজার ২২৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৫৬৮ কোটি টাকা।’

‘অন্যদিকে গত অর্থবছরে একই সময়ে ব্যয় হয়েছিল ৬২ হাজার ৩৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৩৩ হাজার ৬৫৪ কোটি টাকা। প্রকল্প সাহায্যে ২৫ হাজার ৩৪১ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৩৭৭ কোটি টাকা।’

সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়নকারী মন্ত্রণালয়গুলো হচ্ছে, জ্বালানী ও খনিজসম্পদ বিভাগে ৭১ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৬৭ শতাংশ ও বিদ্যুৎ বিভাগে ৫৭ শতাংশ। এছাড়া সবচেয়ে কম আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪ দশমিক ৩ শতাংশ। বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় ৭ দশমিক ৫৬ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা আরসিবিসির
পরবর্তী নিবন্ধশেয়ারবাজারে পতন