পপুলার২৪নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরে গত বছর ডিসেম্বর পর্যন্ত ৭৮ হাজার ৮৪৬ কোটি ৩১ লাখ টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। শনিবার সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, চলতি অর্থবছরে (২০১৬-১৭) দেশের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।
সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অগ্রণী ব্যাংক গত ডিসেম্বরে ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৫৯৮ কোটি ৩৮ লাখ টাকা। ফলে অগ্রণী ব্যাংক লোকসানী ব্যাংকে পরিণত হয়নি।
তিনি আরো বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক পর্ষদে কতিপয় পরিচালক পদে পরিবর্তন করা হয়েছে।