গণভবনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী চূড়ান্ত বৈঠকে

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। এই বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা আসবে কে হবেন ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

শনিবার গণভবনে দলটির মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবার একটাই অপেক্ষা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন দুই সিটিতে নৌকার মাঝি কে হবেন-তার ঘোষণা দেবেন।

এখন পর্যন্ত গণভবনে উপস্থিত হননি আরেক মনোনয়ন প্রত্যাশী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকন।

এ সময় নেতাকর্মীদের মধ্যে সিটি নির্বাচনকে কেন্দ্র করে বেশ উৎসবের আমেজ দেখা যায়। তাদের দক্ষিণের মেয়র হিসেবে তাপস ও উত্তরের মেয়র হিসেবে আতিকের নামে স্লোগান দিতে দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ ৩ জন কারাগারে
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে পথশিশু সেবা সংগঠনের শীতবস্ত্র বিতরণ