খেলোয়াড়রা খেললে খেলবে, না খেললে নাই: পাপন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণার একদিন পর সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার অভিযোগ, ‘ক্রিকেটাররা দাবি-দাওয়া নিয়ে আগে কেন আমাদের কাছে গেল না। গেলেই তো সব দাবি আমরা পূরণ করে দিতাম।’

এভাবে মিডিয়ার সামনে খেলা বর্জনের ঘোষণার মধ্যেও ষড়যন্ত্রও দেখছেন পাপন। মঙ্গলবার বিসিবির জরুরি বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “এটা ক্রিকেটকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত। এটা নিয়ে বাইরের দু-একজন কাজ করছে। ক্রিকেটারদের ভেতরেও দু-একজন হয়তো আছে। আমরা খুঁজে বের করতে চাই। ধীরে ধীরে সবই বের হবে। আপনারা আস্তে আস্তে সবই জানতে পারবেন।”

বিসিবি সভাপতির ভাষ্য, খেলোয়াড়রা খেললে খেলবে, না খেললে নাই। তিনি বলেন, ‘খেলোয়াড়রা যদি খেলতে না চায় তারা খেলবে না। এতে তাদের কী বেনিফিট আমি বুঝি না। দুদিন পর ক্যাম্প, তারা আসতে চাইলে আসবে। ভারতে যদি যেতে চায় তাহলে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধসময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাণ হারালেন নায়িকা
পরবর্তী নিবন্ধসাকিবদের পাশে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন