খুলনা বিভাগে এক দিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি:

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের সৃতদের মধ্যে খুলনায় ১৫ জন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন, যশোরে সাতজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে দুজন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে একজন রয়েছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন।

পূর্ববর্তী নিবন্ধমোদি-মমতার জন্য ৬৫ মণ আম পাঠালেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধগীতিকার ফজল-এ-খোদার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক