খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি বাস্তবায়নের দাবিতে খুলনার ৩ ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহণ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধর্মঘট স্থগিত করে জ্বালানি তেল ব্যবসায়ীরা।

ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ সাজ্জাদুল করীম কাবুল বলেন, জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবির প্রেক্ষিতে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু তা কার্যকর করা হয়নি। আজ সকাল থেকে তেল উত্তোলন ও পরিবহণ বন্ধ রাখা হয়। বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশনের মার্কেটিং বিভাগের কর্মকর্তার আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। দু-এক দিনের মধ্যে গেজেট সংশোধন ও কার্যকর করা হবে বলে তারা জানিয়েছেন।

খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে নানা কর্মসূচি পালন করেছি। দাবির পরিপ্রেক্ষিতে কমিশন বৃদ্ধি সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। আবার গেজেটে প্রচুর ভুল রয়েছে। আর শুধু গেজেট প্রকাশ নয়, দাবির বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশনের পরিচালক (বিপণন) ও যুগ্ম সচিব অনুপম বড়ুয়া বলেন, জ্বালানি তেল ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গেজেট সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গেজেট কার্যকরের বিষয়টিও সেখানে উল্লেখ থাকবে।

ব্যবসায়ীদের দাবি ছিল, ডিজেলের ২ ভাগ, পেট্রোলের ৩ ভাগ এবং অকটেনের ৪ ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করার। একইসঙ্গে তাদের শিল্প থেকে বাদ দিয়ে কমিশন এজেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ করা। এছাড়া পুরাতন ট্যাংক লরি অবসরের সময় ২৫ বছর থেকে বাড়ানোর দাবি জানানো হয়।

 

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধখেলাপি ঋণ এখন ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা