জেলা প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনায় আরও দুই জন রোগী মারা গেছেন। এ নিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু সাতশ’ ছাড়িয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. সাদিয়া মনোয়ারা উষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় নমুনা পরীক্ষা হয়েছে ৬১৮টি। এতে পজিটিভ শনাক্ত হন ১৩১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ শতাংশ। এ সময়ে হাসপাতালে মারা গেছেন দুই জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০১ জন।
এছাড়া ১৯ আগস্ট সকাল পর্যন্ত এক লাখ ২৮ হাজার ৭০৬ টি নমুনা পরীক্ষায় ২৬ হাজার ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিক্যাল হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় কোনও রোগীর মৃত্যু হয়নি।