খুঁজে পাওয়া গেলো জার্মান নারীর বিড়াল

নুর উদ্দিন: বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়া হাওর পাড়ে দেড় মাস আগে জার্মান নারীর হারিয়ে যাওয়া সেই পোষা বিড়ালটি খুঁজে পেয়েছে গ্রামবাসী। সোমবার  রাত সাড়ে ৯ টায় উপজেলা সদরের রায় পাড়া গ্রামে বিড়ালটিকে দেখতে পায় গ্রামের কয়েকজন যুবক। পরে তারাসহ গ্রামের লোকজন পোষা বিড়ালটিকে আটক করে একটি খাঁচায় বন্দী করে।
 দেড় মাস আগে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরে ঘুরতে আসেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। সঙ্গে নিয়ে আসেন তার প্রিয় পোষা বিড়াল লিও। সারা দিন আনন্দ ভ্রমন শেষে হাওর ঘুরে তাহিরপুর উপজেলা সদরে ফেরার সময় মেশিনবাড়ি নামক ট্রলার ঘাট থেকে প্রিয় বিড়ালটি হারিয়ে যায়। সেই থেকে গত দেড় মাস ধরে তিনি সারাক্ষণেই প্রিয় লিও’কে ফিরে পাবার আশায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর পাড়ে অবস্থান করছেন। পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর এমন ভালোবাসা দেখে অবাক হয়েছেন টাঙ্গুয়া হাওরবাসী।
টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী নৌকার মাঝি শিবলী জানান, প্রায় দেড় মাস আগে টাঙ্গুয়া হাওরে ঘুরতে আসেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। তিনি বাংলায় কথা বলতে পারেন। পোষা বিড়ালের সন্ধান চেয়ে তিনি অটোরিকশায় করে তাহিরপুর বাজার সহ টাঙ্গুয়া হাওর পাড়ে মাইকিং করেছেন। এসময় পোষা বিড়াল ‘লিও’ ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের কথোপকথনের রেকর্ড প্রচার করা হয়, যেন তা শুনে লিও মাইকের কাছে চলে আসতে পারে।
 নিখোঁজ বিড়ালের খোঁজে দেড়মাস ধরেই তাহিরপুরে অবস্থান করেছিলেন এই জার্মান নারী। সর্বশেষ বিড়ালকে খুঁজে না পেয়ে গতকাল রবিবার নিজ দেশে যাওয়ার উদ্দেশ্য তাহিরপুর ছেড়ে ঢাকায় চলে যান ভিনদেশী ঔ নারী।
তাহিরপুর থানার এস আই গোলাম হাক্কানী বিষয়টি নিশ্চিত করে বলেন, জার্মান নারীর সঙ্গে ভিডিও কলে বিড়ালটি দেখাবে স্হানীয়রা। তিনি নিশ্চিত করলে তার কাছে হস্তান্তর করা হবে পোষা বিড়ালটি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জার্মান নারীর পোষা বিড়ালটি রায় পাড়া গ্রামবাসীর কাছে জিম্মায় রয়েছে বলে জানা গেছে। তারা বলেছেন জার্মান নারীর কাছে পোষা বিড়ালটি ফিরিয়ে দিবেন।
পূর্ববর্তী নিবন্ধরেডিসন ব্লু’র ২০তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, বিদেশ নেওয়া জরুরি: ফখরুল