নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় আহত সিএনজিচালিত অটোরিকশাচালক মো. আক্কাস আলী সরদার (৪০) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে খিলক্ষেত থানার বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী শরীয়তপুরের ডামুড্ডা থানার কুতুবপুর গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।
নিহতের ভাই সাইদুল ইসলাম বলেন, আমার ভাই পেশায় অটোরিকশাচালক। গত মঙ্গলবার বিমানবন্দরে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আক্কাস আলী গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) তিনি মারা গেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।