খাশোগির খুনিদের তুরস্কের কাছে হস্তান্তরের দাবি এরদোগানের

পপুলার২৪নিউজ ডেস্ক:

সৌদি আরবের রাজতন্ত্রবিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় জড়িতদের তুরস্কের কাছে হস্তান্তরের দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি আরও বলেন, একমাত্র কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছাড়া সম্মেলনে আর কেউ খাশোগি হত্যার বিষয়ে কোনো কথা বলেননি।

খাশোগি হত্যায় সৌদি আরব দেশটির যে ১১ নাগরিককে অভিযুক্ত করেছে, তাদের তুরস্কের কাছে হস্তান্তরের কোনো সিদ্ধান্ত নেই সৌদি আরবের। এ হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেছে দেশটি।

দুই মাস আগে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে জামাল খাশোগিকে হত্যা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: আপিল বিভাগ  
পরবর্তী নিবন্ধসালমা ইসলামের মনোনয়ন বৈধ