খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন চার আইনজীবী

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার চার আইনজীবী।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে যাবেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে অন্যদের মধ্যে রয়েছেন আব্দুর রেজ্জাক খান, এজে মোহাম্মদ আলী এবং জয়নাল আবেদীন। ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায়ের পর পরই খালেদা জিয়াকে আদালতের পাশে নাজিমউদ্দিন রোডের লালদালানখ্যাত ২২৮ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর বুকের দুধ খাওয়ানো নিয়ে বিরক্ত নিউজিল্যান্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২