খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশ ২৯ আগস্ট

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।

শুনানি শেষে আদালত মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে আদেশের জন্য ওই দিন ধার্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নামে লুটপাট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ যুগান্তরকে বলেন, গত ৩০ জুন এ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত আবেদনের ওপর শুনানি নিয়ে গ্রেফতারি পরোয়ানা-সংক্রান্ত আদেশের জন্য পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি। চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল।

এ অভিযোগে গত বছরের ২৫ জানুয়ারি এবি সিদ্দিক বাদী আদালতে এ মামলাটি দায়ের করেন। এরপর মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধহিজাবি তরুণীর তাক লাগানো ফুটবল খেলা! (ভিডিও)
পরবর্তী নিবন্ধতালতলীর সেই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত