বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল ব্রিজ অতিক্রম করার সময় উল্টো পাশের সড়কে দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়।
এ নিয়ে মহিপালে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। গাড়িবহরে আগে থেকেই যুক্ত থাকা ফেনী জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনাকে ক্ষমতাসীনদের হামলা মনে করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করে।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার থেকে চট্টগ্রামে সার্কিট হাউজে পৌঁছান খালেদা জিয়া। সার্কিট হাউজে রাত্রী যাপন করেন বিএনপি চেয়ারপারসন।
সোমবার কক্সবাজারের উখিয়াতে তিনটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন খালেদা জিয়া। উখিয়াতে একটি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনও করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম থেকে ঢাকার পথে কুমিল্লা সার্কিট হাউস যাত্রা বিরতি করতে পারেন তিনি। গত শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে ৪ দিনের সফরে বের হয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।