পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মাইনাস করে বিএনপিকে ছাড়া আবারও ভোটারবিহীন নির্বাচন করতে সরকার তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করছেন না।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘সাক্ষ্যপ্রমাণ ছাড়া মিথ্যা মামলায় খালেদা জিয়াকে উপরের নির্দেশে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে। রাখা হয়েছে পরিত্যক্ত কারাগারে। অমানবিক অবস্থায় তাকে রাখা হচ্ছে। তিনি এখন অসুস্থ, যা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিনিধি পাঠিয়ে উন্নত চিকিৎসার আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার কর্ণপাত করছে না। কারণ বিএনপিকে বাইরে রেখে এবং খালেদা জিয়াকে মাইনাস করে আবার ভোট ছাড়া নির্বাচন করতে চায়। এটাই আওয়ামী লীগের একমাত্র উদ্দেশ্য।’
সরকারকে প্রতারক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গত নির্বাচনে ভারত জোর করে ক্ষমতায় বসিয়ে দিয়েছে আওয়ামী লীগকে। কিন্তু তারা এবার নির্বাচন নিয়ে নাক গলাবে না বলে জানিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ বিদেশিদের বলেছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন হবে, তিন মাস পর আবার নির্বাচন হবে। কিন্তু তারা সেটা না করে প্রতারণা করেছে। এখন চীন বলেছে, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আগামী নির্বাচনে এই প্রতারকদের পেছনে কেউ হাঁটবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, অনিন্দ ইসলাম অমিতের মুক্তির দাবিতে সভার আয়োজন করে ঢাকাস্থ খুলনা বিভাগীয় ছাত্র ফোরাম।