খালেদা জিয়াকে দেখে এলেন বিএনপির চার এমপি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চার সংসদ সদস্য।

বুধবার বিকাল সোয়া ৩টার দিকে বিএসএমএমইউর ৬২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তারা।

তারা হলেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, বগুড়া-৬ আসনের এমপি জিএম সিরাজ, বগুড়া-৮ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এ চার এমপি। তারা বলেন, বিএসএমএমইউ হাসপাতালের কেবিনে কারাবন্দি খালেদা জিয়ার অবস্থা নাজুক। তিনি ভীষণ অসুস্থ। মানবিক বিবেচনায় তাকে জামিন দেয়ার আবেদন জানান তারা।

জামিন পেলে চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশ যাবেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তারা বলেন, আগে তার (খালেদা জিয়া) জামিন হোক, তারপর তিনি বিদেশে চিকিৎসা নিতে যাবেন কিনা এটা তার এখতিয়ার।

এর আগে মঙ্গলবার বিএসএমএমইউতে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন বিএনপির তিন সংসদ সদস্য হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম। তারা সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন।

পরে হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া জামিনে মুক্তি পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধফের রিমান্ডে জি কে শামীম
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে ইমরান খানের ফোন