বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

(৮ জানুয়ারি) সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, কৃষকেরা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের আওতায় স্বল্প মুনাফায় মেয়াদী বিনিয়োগ পাবেন।

পূর্ববর্তী নিবন্ধ৫৪ দল অবস্থান কর্মসূচিতে ঘোড়ার ডিম পাড়বে: ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের সাথে জনতা ব্যাংকের চুক্তি