মো.নাজমুল হুদা,চট্টগ্রাম :
চট্টগ্রামে বসবাসরত খাগড়াছড়ির বাসিদের নিয়ে গঠিত খাগড়াছগি সমিতি চট্টগ্রামের
ইফতার মাহফিল শুক্রবার (২৪ মে) সমিতির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে,ও
সাধারণ সম্পাদ মো.আবদুল খালেকের সঞ্চালনায় নগরীর জিইসিস্হ হোটেল জামানের হল
রুমে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, খাগড়াছড়ি সমিতি চট্টগ্রাম দল,মত,নির্বিশেষ সকলকে
এক কাতারে নিয়ে আসার জন্য কাজে করছে। খাগড়াছড়ি সমিতি চট্টগ্রাম অবহলিত
পার্বত্য খাগড়াছড়ি জেলার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে।কাজ করছে শিক্ষা,
সংস্কৃতি ও চিকিৎসা নিয়ে। এটি একটি সমিতি নয়, এটি চট্টগ্রামের বুকে একটি
খাগড়াছড়ি পরিবার। একটি পরিবারের কোন সদস্য সমস্যায় পড়লে যেমন ঝাঁপিয়ে পড়ে ঠিক
তেমনি খাগড়াছড়ি সমিত চট্টগ্রাম ও পার্বত্য খাগড়াছড়ি মানুষের কল্যাণে কাজ করবে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য আবু বক্কর
সিদ্দীক্ক,মো.আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ ট্যুরিষ্ট পুলিশ পতেঙ্গা, মো
শাহাদাত হোসেন অফিসার ইনচার্জ তদন্ত পাঁচলাইশ ,দৈনিক আমাদের নতুন সময়ের
চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক কামাল পারভেজ, ব্যাংক কর্মকতা
মো.হাবিব,সি.সহ-সভাপতি মাইন উদ্দীন,সহ-সভাপতি হাবিবুর রনহমান,উপদেষ্টা রায়হান
উদ্দিন,আবু সালেহ,অহিদুর রহমান,আবু আহম্মদ,সাংগঠনিক সম্পাদক নাঈম,যুগ্ম-
সাধারণ সম্পাদক রহমান,ডাক্তার এম এম রফিক উল্ল্যাহ্ হামিদী,সাংবাদিক মো.মুজিব
উল্ল্যাহ্ তুষার, আবদুল খালেক, মো. ফাহিম, আরিফ মোহারম্মদ জাহিদ,আবু আহম্মদ,
সহ সমিতির সদস্যবৃন্দ। দোয়া মুনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।