জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের সভাপতি মো. বেলাল হোসেনের ওপর হামলার জের ধরে খাগড়াছড়িতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন লাঞ্ছিত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। সংঘর্ষ চলাকালে শহরে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের সভাপতি মো. বেলাল হোসেনের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে কদমতলী বিক্ষোভ মিছিল বের করে। কদমতলী থেকে শুরু হয়ে মিছিলটি ছবিঘর সিনেমা হলের সামনে পৌঁছলে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এ সময় একটি ট্রাকে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ নিয়ে একপক্ষ অপরপক্ষকে দায়ী করেছে। খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মো. আবদুল আওয়াল জানান, শ্রমিক লীগ নেতা মো. বেলাল হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে মেয়র রফিকুল আলমের নেতৃত্বে হামলা চালানো হয়েছে দাবি করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, সংঘর্ষে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুথান চৌধুরীসহ তাদের ৫ নেতাকর্মীকে আহত হয়েছেন। এদিকে, পুলিশের সহযোগিতায় স্থানীয় এমপি গ্রুপের সন্ত্রাসীরা তার সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে অভিযোগ করে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, পুলিশের উপস্থিতিতে এমপি গ্রুপের সন্ত্রাসীরা প্রকাশ্যে তার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে পথচারীসহ ছয়জন আহত হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, গেল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগে বিভক্তির সৃষ্টি হয়। সেই থেকে দুই পক্ষের মধ্যে অন্তত অর্ধশতাধিক হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে কমপক্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়। সর্বশেষ সোমবার রাতে প্রতিপক্ষের হামলার শিকার হন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারী খাগড়াছড়ি পৌর শ্রমিক লীগের সভাপতি মো. বেলাল হোসেন।