খাগাড়াছড়িতে গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মোর্শেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার ছোট ছেলে মো. আহাদ (১০)।

শনিবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মোর্শেদা বেগম স্থানীয় ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। এতে মোর্শেদা ও তার ছেলে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমেসিদের নিয়ে ছেলেখেলা করে সেমিতে বায়ার্ন
পরবর্তী নিবন্ধপাথরঘাটায় ৫ অস্ত্রসহ ‘জলদস্যু’ আটক