বিনোদন প্রতিবেদক : “ক্ষত” আমার কাছে শুধুই একটা ফিল্ম না। “ক্ষত” আমার কাছে একটা জার্নি। যে জার্নির মধ্য দিয়ে মূলত রিয়েল ফিল্ম মেকিং এর স্বাদ পাচ্ছি আমি। আমার আগের কোনো ফিল্মের জন্য আমাকে রিসার্চ করতে হয়নি। এবার করতে হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মাটির মানুষদের সাথে কথা বলছি। জানছি, তাদের জীবনযাত্রা। কারণ “ক্ষত” কথা বলবে সাধারণ মানুষের হয়ে…।
“ক্ষত” আমায় জন্ম দিচ্ছে নতুন করে…। খুব অদ্ভুত এক ঘোরের জার্নি। নতুন কিছু সৃষ্টির উত্তেজনা, পরিশ্রম, ভালোবাসা…।
সবশেষে একটাই উদ্দেশ্য, “আমরা একটা ভাল ছবি বানাবো”। ইনশাআল্লাহ, জয় হবে “ক্ষত”র। কৃতজ্ঞতা: সোনার তরী।
(ফেসবুক থেকে সংগৃহীত)