ক্রোম ব্রাউজার থেকে আপনার তথ্য ডিলিট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগলের ক্রোম ব্রাউজারে ৩৭টি নিরাপত্তা-দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য বড় হুমকির কারণ হতে পারে। ফলে ২০০ কোটি ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা জারি করেছে গুগল। সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে হতে পারে।

এর মধ্যেই ক্রোমের আরও উন্নত ভার্সন ক্রোম-৯৭ নিয়ে এসেছে গুগল। এতে যোগ হয়েছে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। নতুন ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে সংরক্ষিত আপনার তথ্য সম্পূর্ণভাবে ডিলিট করা যাবে, যা আগে সম্ভব ছিল না।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, প্রাথমিকভাবে ক্রোমের নতুন ভার্সনটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সের কিছু ব্যবহারকারীর জন্য ছাড়া হয়েছে। বাকিদের জন্যও এটি পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। ক্রোমের নতুন ভার্সনে নিজের সম্পর্কে সংরক্ষিত তথ্য মুছতে এই ধাপগুলো অনুসরণ করুন-

১. প্রথমেই গুগল ক্রোম ওপেন করে সেটিংস অপশনে যান।

২. সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করুন।

৩. এবার ‘সাইট সেটিংস’ থেকে ‘ভিউ পারমিশনস’ এবং ‘ডাটা স্টোরড অ্যাক্রস সাইটসে’ যেতে হবে।

৪. এ পর্যায়ে আপনার সম্পর্কে তথ্য সংরক্ষণ করেছে এমন কিছু ওয়েবসাইটের তালিকা আসবে। সেখান থেকে যে ওয়েবসাইটের তথ্য আপনি মুছতে চান সেই ওয়েবসাইটের পাশে ক্লিক করুন

৫. পরবর্তী ধাপে মুছে ফেলার কাজটি সম্পন্ন করুন।

 

পূর্ববর্তী নিবন্ধসাধারণ সম্পাদক পদ হারালেন জায়েদ খান
পরবর্তী নিবন্ধরিয়াজের ডাকে সাড়া দিলেন বুবলী!