ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগালের নেশন্স লিগের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক :

সবশেষ ইউরোয় গোলের দেখা পাননি। ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষটাও অনেকেই দেখে ফেলেছিলেন তাই। তবে সবাইকে চমকে দিয়ে তাকে নিয়েই পর্তুগালের ইউরো নেশন্স লিগের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেজ।

২০২৪ ইউরোয় নিজের ষষ্ঠ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে খেলেছেন রোনালদো। তবে ৩৯ বছর বয়সী এই তারকা দুটো পেনাল্টি শ্যুট আউট গোল বাদে বল জালে জড়াতে পারেননি আর।

তবে এরপর অবশ্য সৌদি প্রো লিগে নিজের ফর্মটা ধরে রেখেছেন। চার গোল করে মৌসুম শুরু করেছেন। তাই কোচ মার্তিনেজ আস্থা রেখেছেন তার ওপর। তাকে রেখেছেন নেশন্স লিগের দলে।

এই দলে তিন নতুন মুখ আছে। ১৭ বছর বয়সী জিওভানি কুয়েন্ডাকে ডেকেছেন মার্তিনেজ। এছাড়াও চেলসির লেফট-ব্যাক রেনাতো ভেইগা ও লিলের ডিফেন্ডার তিয়াগো সান্তোস আছেন এই দলে।

বিজ্ঞাপন
স্কোয়াড:
গোলরক্ষক: ডিওগো কস্তা, হোসে সা, রুই সিলভা
ডিফেন্ডার: রুবেন ডিয়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা, গনকালো ইনাসিও, টিয়াগো সান্তোস, ডিয়োগো দালো, নুনো মেন্ডেস, নেলসন সেমেডো
মিডফিল্ডার: জোয়াও পালনিয়া, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, রুবেন নেভেস
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্ডা, পেড্রো নেটো, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়োগো জোটা

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘকে জুলাই-আগস্টের সহিংসতা তদন্তের অনুরোধ ড. ইউনূসের
পরবর্তী নিবন্ধশিক্ষকদের পদত্যাগের নামে যা হচ্ছে তা সমর্থনযোগ্য নয় : সারজিস