ক্রিকেট থেকে নিষিদ্ধ ইউসুফ পাঠান!

পপুলার২৪নিউজ ডেস্ক:

নেশাজাতীয় নিষিদ্ধ ঔষধ সেবনের অপরাধে ক্রিকেট থেকে ৫ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ইউসুফ পাঠান। ডোপ বিতর্কে জড়িয়ে গেল পাঠানের নাম! ডোপ বিতর্কের কারণে ৫ মাস ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে ইউসুফ পাঠানকে।

ভারতীয় জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডারের ঘনিষ্ঠ মহলের দাবি, ইচ্ছাকৃত নয়, বরং বেশ দূর্ভাগ্যজনকভাবেই পাঠান এত বড় একটা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে পড়লেন। অসুস্থতার কারণে ‘ব্রোজিট’ নামের একটা ওষুধ সেবন করেছিলেন পাঠান। আর তাতেই ছিল টারবুটালিন নামের একটি পদার্থ। যা নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত। আগে থেকে অনুমতি নেওয়া হলেই একমাত্র এই ওষুধটি খাওয়া যেতে পারে। কিন্তু সূত্রের দাবি ইউসুফ বা ওর টিমের চিকিৎসক এব্যাপারে আগাম কোনও অনুমতি নেননি।চিকিৎসকদের অভিমত, শ্বাসকষ্ট, হাঁপানি বা অ্যাজমায় ভোগা ব্যক্তিদের ক্ষেত্রেই এই ওষুধটি প্রয়োগ করা হয়। এমনিতেই ঘরোয়া ক্রিকেটের আসর বা আইপিএলে সাম্প্রতিককালে ইউসুফ পাঠানের পারফরমেন্স একেবারেই সাদামাটা। তারওপর ডোপ কেলেঙ্কারির কালো ছায়া! ৫ মাসের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে ইউসুফ পাঠানকে। যার কার্যকাল শুরু হয়েছে ২০১৭ র ১৫ আগস্ট। নির্বাসনের মেয়াদ শেষ হবে ২০১৮ র ১৪ জানুয়ারি। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করে না : সেতুমন্ত্রী
পরবর্তী নিবন্ধধ্বংসাত্মক কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমন করা হবে : প্রধানমন্ত্রী