ক্রিকেটারদের নিয়ে গুরুতর অভিযোগ কোচের, যা জানা যাচ্ছে

ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট যেন বিতর্কমুক্ত হতে পারছে না। সর্বশেষ বিপিএলের পর এবার ডিপিএলেও পারিশ্রমিক বকেয়ার গুঞ্জন উঠেছে। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। এমনকি তারা ম্যাচ বর্জনেরও হুমকি দিয়েছেন। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন পারটেক্সের কোচ আনারুল মোস্তাকিম।

দেশের এক গণমাধ্যমকে পারটেক্স দলের কোচ আনারুল মোস্তাকিম তার দলের খেলোয়াড়দের নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি— দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কয়েকজন খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। তবে এমন অভিযোগ মানতে চান না দলের কর্তা সাজ্জাদ হোসেন।

ঢাকা পোস্টকে তিনি বলছিলেন, ‘এটা রাগের মাথায় বলছে হয়তো। এটা ইমম্যাচিউর কথাবার্তা। আমি দেখিনি, তবে এটা আবেগে বলছে হয়তো। এ ধরনের কথা (বলার) প্রশ্ন–ই আসে না।’

পেমেন্ট ইস্যুতে কালকের ম্যাচ বয়কট করতে চেয়েছেন পারটেক্সের ক্রিকেটাররা। তবে সাজ্জাদ জানালেন ক্রিকেটাররা খেলবেন, ‘ক্রিকেটাররা কাল খেলবে। পেমেন্ট পাবে, দেবো না বলিনি, অবশ্যই পাবে তারা।’

সবশেষ ম্যাচে দলের সঙ্গে ছিলেন না সাব্বির রহমান। তবে আগামীকাল তিনি খেলবেন বলে নিশ্চিত করলেন পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ, ‘সাব্বির অসুস্থ ছিল, আগের ম্যাচে আমাকে ইমেইল করেছিল। বলেছিল অনুশীলন করেনি, ম্যাচটা খেলবে না। তবে আজকে বলেছে কাল খেলবে সে।’

পূর্ববর্তী নিবন্ধপুনরায় বাংলাদেশের কোচ হওয়া নিয়ে যা বলছেন ডোনাল্ড
পরবর্তী নিবন্ধরিয়েলিটি শোয়ের গোপন কথা ফাঁস করলেন সংগীতশিল্পী শান