পপুলার২৪নিউজ ডেস্ক:প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিতে প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে বৃষ্টি-আইনে তিন উইকেটে হারিয়ে বাংলাদেশকে ট্রফি এনে দিয়েছেন অধিনায়ক আকবর আলী।
আসর শেষে আইসিসি টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে। যেখানে দলনেতা ছিলেন টাইগার যুবা আকবর। এবার ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো তাদের বিশ্বকাপ সেরা একাদশ ঘোষণা করেছে। এখানেও অধিনায়কত্বের ভার পড়েছে রংপুরের ছেলেটির কাঁধে।
এই দলে আকবর আলী ছাড়া আর একজন বাংলাদেশি সুযোগ পেয়েছেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল হাসান জয় রয়েছেন তালিকায়। রানার্সআপ ভারতের আছেন সর্বোচ্চ তিনজন। এছাড়া দু’জন রয়েছেন আফগানিস্তান থেকে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও কানাডার রয়েছেন একজন করে।
ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশ
যশস্বী জয়সোয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), অখিল কুমার (কানাডা), আকবর আলী (উইকেটরক্ষক-অধিনায়ক), ড্যান মৌসলি (ইংল্যান্ড), নাঈম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস্টিয়ান ক্লার্ক (নিউজিল্যান্ড), শফিকউল্লাহ ঘাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণুই (ভারত) ও কার্তিক ত্যাগি (ভারত)।