ক্যামেরায় ধরা পড়ল প্রিয়াঙ্কা -নিকের প্রেম

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমের কথা এখন আর কারও অজানা নয়। সম্প্রতি নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে এই জুটিকে।

নিউ ইয়র্ক ঘোরাঘুরি শেষে এবার প্রেমিককে নিয়ে চুপিচুপি নিজ দেশ মুম্বাইয়ে ফিরেছেন বলিউড অভিনত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বৃহস্পতিবার মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে প্রিয়াঙ্কা-নিককে। এসময় তাদের ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা। এরইমধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ছবিগুলো। যা রীতিমতো ভাইরাল।

এদিকে, ভারত ভ্রমণ প্রসঙ্গে গত বছর এক সাক্ষাৎকারে নিক বলেছিলেন, ‘আমি কখনও ভারতে যাইনি। কিন্তু আমার নতুন বন্ধু প্রিয়াঙ্কার মুখ থেকে সেখানের গল্প শুনে সেখানে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

পূর্ববর্তী নিবন্ধফতুল্লার ব্রাজিল বাড়িতে নিজ দেশের খেলা দেখবেন রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধসৌদি জোটের বিরুদ্ধে অবস্থান ঘোষণা কাতারের