কোম্পানীগঞ্জে জঙ্গি সন্দেহে দুই ছাত্র গ্রেফতার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
9নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে জঙ্গি সন্দেহে দুই ছাত্রকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে এসেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার টিম।

রোববার রাতে স্থানীয় পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আমজাদুল ইসলাম রাসেল (২৩)। সে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ইতালী প্রবাসী নাছের আহমদের ছেলে।

অপরজন হচ্ছেন, বসুরহাট এএইচসি সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবু আব্দুল্যাহ ইসতিয়াক (১৬)। সে চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোল্লা বাড়ির সারোয়ার হোসেন লিটনের ছেলে ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বী  বলেন, রোববার রাত ৮টার দিকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার টিম প্রধান ইন্সপেক্টর শওকত আলী সরকারের নেতৃত্বে একটি দল রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে রাতেই ঢাকা নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের দেশে পাঠানোই বড় চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধ‍বিস্ফোরণ ঘটিয়ে ১০ সেকেন্ডে ১৯ ভবন ধ্বংস