স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ ফুটবলে আরও একটি নতুন অধ্যায় লেখার জন্য প্রস্তুত ফুটবল লিখিয়েরা। আরও একটি এল ক্ল্যাসিকোয় আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। একে আবার বলা যায় সুপার ক্ল্যাসিকো। কারণ, আজকের ম্যাচটি ফাইনাল, কোপা ডেল রে’র। এই ম্যাচে জিততে পারলে ট্রেবল জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে বার্সেলোনা। অন্যদিকে, রিয়ালর সামনে চেষ্টা থাকবে মৌসুমে অন্তত এই একটি শিরোপা জয়ের।
চ্যাম্পিয়নস লিগ থেকে এরই মধ্যে খালি হাতে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা লড়াইও নিজেদের হাতে নেই। বার্সার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। মাঠের খেলায়ও এবার অনেকটা নিস্প্রভ যেন তারা।
এমন এক কঠিন সময়ে কোপা ডেল রে’র ফাইনালে খেলতে নামছে রিয়াল। অন্তত এই একটি শিরোপা জিতে মৌসুম শেষ করতে চায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু তাদের এই শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
সর্বোচ্চ ৩২তম কোপা ডেল রে জয়ের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদের সামনে ২১তম বারের মত এই শিরোপা জয়ের সুযোগ। কার হাতে উঠবে আজ কোপা শিরোপা? কে হবে চ্যাম্পিয়ন? রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা?
কোপা ডেল রে ফাইনালের আগে খুব বেশি ভবিষ্যদ্বাণী করার প্রয়োজন হচ্ছে না। বার্সেলোনা এমনিতেই ফেবারিট। এরই মধ্যে চলতি মৌসুমে দু’বার সাক্ষাত হয়েছিল দুই দলের। দু’বারই রিয়ালের বিপক্ষে জয়ের উৎসব করেছে বার্সেলোনা। দুই ম্যাচে বার্সার গোলের ব্যবধান ৯-২।
লিগে রিয়ালের মাঠে জিতেছে ৪-০ গোলে এবং সুপার কাপের ফাইনালে বার্সার জয় ৫-২ ব্যবধানে। সেভিয়ার লা কার্তুয়া স্টেডিয়ামে আজ জিতে ট্রেবল জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে বার্সার। এমনিতেই তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে। সে সঙ্গে আজ যুক্ত হতে পারে কোপা ডেল রে শিরোপা।
তবে ম্যাচ যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আগাম সেই ধারণাই করছেন বার্সা কোচ হান্সি ফ্লিক, ‘রিয়াল দারুণ একটি দল এবং তাদের বিশ্বের অন্যতম সেরা কোচ আছে। ম্যাচ সহজ হবে না। আমাদের সেরাটা নিংড়ে দিতে হবে।’
লামিনে ইয়ামাল, রবার্ত লেওয়ানডস্কি ও রাফিনহা- এই ত্রয়ী আছেন দারুণ ছন্দে। তাদের সামনে রিয়ালের রক্ষণকে কঠিন পরীক্ষা দিতে হবে। যদিও ডেভিড আলাবা ও কামাভিঙ্গার চোটে শক্তি কমেছে রিয়ালের।
তবে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, জুদ বেলিংহ্যামদের দিনে যেকোনো কিছু হতে পারে। কার্লো আনচেলত্তি তাই সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, ‘আমাদের কৌশলে কিছু পরিবর্তন এনেছি। ভারসাম্য খুঁজে পাওয়া কঠিন। যদি সেটা পেয়ে যাই, তবে আমরাই জিতব।’
মৌসুমে ৩৩ গোল করলেও এখনো সেরা ছন্দ খুঁজে পাননি এমবাপে। বড় ম্যাচে নিজেকে আলাদা করে চেনাতে পারেননি। আজ কি পার্থক্য গড়তে পারবেন তিনি?