কোনো পরিস্থিতিতেই ঐক্যফ্রন্ট নির্বাচনী মাঠ ছাড়বে না : আব্বাস

জাতীয় ঐক্যফ্রন্ট কোনো পরিস্থিতেই ঐক্যফ্রন্ট নির্বাচনী মাঠ ছাড়বে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির নির্বাচনী প্রচারে হামলার প্রতিবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা যুদ্ধ করতে আসিনি। ভোটারদের মন জয় করতে নেমেছি। হামলা কেন? এসব বন্ধ করুন।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল জনতা ব্যাংকের সামনে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট যুদ্ধ কিন্তু অস্ত্রের যুদ্ধ নয়। ভোট যুদ্ধে আসুন, দেখি কে জিতে, কে হারে।

নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আমরা শুনেছি পরিবাগের দিকে শতাধিক ক্যাডার লাঠি হাতে অপেক্ষা করছে, আমাদের ওপর হামলা করতে। আমি বিএনপি নেতাদের বলবো, আপনার শান্ত থাকুন। আমি যাওয়ার পর কেউ হামলা করলে আমি তার প্রতিরোধ করার ক্ষমতা রাখি। তারা দেখি কতোটা বাধা দিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধআগুন সন্ত্রাসীরাই হত্যার রাজনীতিতে নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা