কোনো তথ্য বিকৃত করে বাড়িয়ে বলা যাবে না: পরিকল্পনামন্ত্রী


সাইদ রিপন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কোনো তথ্য বিকৃত অথবা বাড়িয়ে বলা যাবে না। যেটা সঠিক সেই তথ্যই পরিবেশন করতে হবে। কেউ যেন না বলতে পারে আমরা ডাটা ইঞ্জিনিয়ারিং করছি।

রোববার( ২৩ জুন) হোটল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পরকিল্পনা মন্ত্রণালয়রে পরসিংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদশে পরসিংখ্যান ব্যুরোর ‘এনএসডএিস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজক্টে’ এর দুই দিনব্যাপী কর্মশালায়এ কথা বলেন তিনি।

বিএনপিকে ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন,লুটেপুটে রেখে গেছে যারা তারা এখন নসিয়ত করবেন। তবে আমাদের সত্যবাদী হয়ে কাজ করতে হবে। কেউ ঘুমিয়ে থাকে থাকুক তবে আমরা ভিশন ২০২১ বাস্তবায়ন করবোই। আমরা বসে থাকবো না। আমাদের উপর দেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস রাখে।’পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ২০২১ শতকের জন্য কাজ করছি। বাংলাদেশ পারবে বাংলাদেশ পারছে। দেশে দারিদ্রতার কঠিন শিলা গলতে শুরু করছে। দেশে এক সময় দারিদ্র থাকবে না। আমাদের বড় শত্রু দারিদ্রতা । ‘

প্রধানমন্ত্রীর উদাহরণ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, এক সময় একটা অনুষ্ঠানে বলেছিলাম মাথা পিছু আয় প্রায় দুই হাজার ডলার। এমন কথা বলা মাত্রা প্রধানমন্ত্রী আমাকে থামিয়ে দিয়ে বলেন, মাথাপিছু আয় হবে ১ হাজার ৯০৯ ডলার। সঠিক তথ্য বলতে হবে কোনো তথ্য বাড়িয়ে বলা যাবে না। ডাটা দেয়ার ক্ষেত্রে প্রায় ব্যবহার করা যাবে না।’

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা যদি সত্যবাদী হয় তাহলে আসল কাজটা করতে পারবো। আমাদের সঠিক কাজ করতে হবে। আপনারা সর্বোচ্চ কাজ করুন। আমরা কারোর কথা শুনবা না, সামনে এগিয়ে যাবো। এই সময় বাংলাদেশের, আমাদের নেতৃত্ব পরিষ্কার। কারো যদি সন্দেহ থাকে সে তার সন্দেহ নিয়ে ঘুমাক। তার সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। আমরা বেশির ভাগ মানুষ বিশ্বাস করি বাংলাদেশ পারবে পারছে। দেশে পরিবর্তন হয়েছে, হচ্ছে। দারিদ্রতার শিলাখÐে ভাঙ্গন শুরু হয়েছে।’

 

পূর্ববর্তী নিবন্ধখেলাপিঋণ মহামারি আকার ধারণ করেছে: রুমিন ফারহানা
পরবর্তী নিবন্ধপলাশীর অস্তমিত সূর্য আ.লীগের হাতেই উদিত হয়েছিল: প্রধানমন্ত্রী