কোটা সংস্কার পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং বিকালে

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিদেশি কূটনীতিকদের সামনে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে চায় সরকার। সেই লক্ষেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এই ব্রিফিংয়ে কূটনীতিকদের সামনে চলমান পরিস্থিতি তুলে ধরবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে ২১ জুলাই কোটা সংস্কার ঘিরে পরিস্থিতি তুলে ধরতে কূটনৈতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবার থেকে সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে
পরবর্তী নিবন্ধঅলিভার হাত ধরে অলিম্পিক ইতিহাসে প্রথম সোনা গুয়াতেমালার