কোটা বাতিলে ঢাবিতে আনন্দ মিছিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুই মাস আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘কোটা বাতিলের ঘোষণা’ আসার পর আনন্দ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে আন্দোলন স্থগিত ঘোষণার পর এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, টিএসসি, মধুর ক্যান্টিন, বিজনেস ফ্যাকাল্টি, ভিসি চত্বর হয়ে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

মিছিলে ‘এই মাত্র খবর এলো কোটা প্রথা বাতিল হলো, কোটা প্রথা বাতিল হলো মেধাবীরা মুক্তি পেল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’ ইত্যাদি স্লোগান দেয়া হয়। মিছিল শেষে সারাদেশে আনন্দ মিছিল করার আহ্বান জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত ঘোষণা করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

 

পূর্ববর্তী নিবন্ধকোটা বাতিলে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে শিগগির প্রজ্ঞাপন
পরবর্তী নিবন্ধসিরীয় সংকট নিয়ে এরদোগান ও ট্রাম্পের ফোনালাপ