গোপালগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাস প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে বেদে পল্লীতে গিয়ে তাদের ঘুম থেকে তুলে খাদ্য সামগ্রী হাতে তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মাহফুজুর রহমান।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান তারাশী ও ঘাঘরকান্দা বেঁদে পল্লীতে গিয়ে ১৬ টি বেদে পরিবোরের প্রধানের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রাশেদুর রহমান, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা পেয়ে বেদে পল্লীতে বসবাসকারীরাঅত্যান্ত খুশি হন। তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ঘরে অবস্থান করছেন। তাদের কোন আয়-রোজগার না হওয়ায় আর্থিক অনটনের মধ্যে ছিলেন। সরকারী খাদ্য সহায়তা পেয়ে আমাদের সে সমস্যা দূর হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মাহফুজুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করেছেন। এ সময়ে সরকার সবাইকে ঘরে থাকতে বলেছেন। যার ফলে ভাসমান দোকানদার, ভ্যান চালক, দিনমজুর, ভিক্ষুক, বেদে সম্প্রদায় বেকার হয়ে পড়েছেন। তাদের কোন আয়ের পথ নেই। তাই আমরা সরকারের পক্ষ থেকে প্রথম ধাপে সাড়ে ৩শ’ অতিদরিদ্র পরিবারের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করবো। তারই অংশ হিসেবে আমরা এই ১৬জন বেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম।