কোটালীপাড়ায় গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব ও কুম্ভ মেলা


হায়দার হোসেন,গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গনেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোৎসব ও কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রতি বছরের ন্যায় এবছরও কোটালীপাড়া উপজেলাসহ পার্শ্ববর্তী কালকিনি,রাজৈর,আগৈলঝাড়া,উজিরপুর উপজেলা থেকে হাজার হাজার পাগল ভক্তরা ঢাক-ঢোল,কাশি,ঢাংকা,বাজিয়ে এ বার্ষিক মহোৎসবে মিলিত হয়। সারাদিন ব্যাপী চলে হরিনাম অবিরাম ও আগত পাগল ভক্তদের মাঝে পাগলের প্রসাদ বিতরণ। ১ কিলোমিটার জুড়ে বিভিন্ন দোকান নিয়ে বসেছে এ কুম্ভ মেলা। নারিকেলবাড়ী গনেশ পাগল সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি সর্বানন্দ বৈদ্য বলেন, এ অনুষ্ঠানে এ বছর বিগত বছরের চেয়ে পাগল ভক্তদের সমাগম বেশী হয়েছে। আগামী বুধবার কবিগান, ধর্মীয়যাত্রা ও বাউল গানের মধ্যে দিয়ে এ বার্ষিক মহোৎসব ও ৬ দিন ব্যাপী কুম্ভ মেলার সমাপ্তী ঘটবে।

পূর্ববর্তী নিবন্ধছেলে না মেয়ে, কাদের ব্রেন বেশি কাজ করে ?
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে মাদারীপুর লিগ্যাল এইড কার্যক্রমের উদ্বোধন