কোটালীপাড়ায় আগুনে পুড়ে গেছে ৮ দোকান, ২ কোটি টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। মঙ্গলবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের খন্দকার বুক স্টল নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের কাপড়, ঔষধ, জুতা, বই, কম্পিউটারের দোকানসহ ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে দোকান মালিকরা।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা আমান-সালামদের হাইকোর্টে আগাম জামিন
পরবর্তী নিবন্ধকাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, তদন্ত কমিটি গঠন