কেরানীগঞ্জে কারখানায় আগুনে আরও ৩ জনের মৃত্যু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক সামগ্রী তৈরি কারখানায় আগুনে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

নিহতরা হলেন, রাজ্জাক এবং মোস্তাকিম, আবু সাঈদ।

রোববার  সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বুধবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় ৩২ জনকে দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের আগাম জামিনের আবেদন
পরবর্তী নিবন্ধভারতকে ছিন্নভিন্ন করবে নাগরিকত্ব সংশোধনী আইন: সোনিয়া গান্ধী