কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

আদালতের নির্দেশে কেরানীগঞ্জে ওয়াকফা এস্টেটের বেদখল হওয়া জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশসান। বৃহস্পতিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটি বাবুর গ্রামে এ উচ্ছেদ পরিচালনা করা হয়।

অভিযানে শিকারীটোলা মৌজার আর এস ৫ নং খতিয়ানের ৭৩ নং দাগের ৪৩ শতাংশ জমির উপর নির্মিত আধাপাকা কয়েকটি দোকানঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে দখলমুক্ত করেন ঢাকা জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক উন নবী তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো মীর মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার মো. কাউছার আহমেদ, নাজির মো. রাকিব হোসেন চয়ন ও কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক বিজন কুমারের নেতৃত্বে ঢাকা জেলা পুলিশের এক প্লাটুন পুলিশ।

 

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জের তাড়াশে ৪০ পরিবার সমাজচ্যুত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন ওমর সানি