নিজস্ব প্রতিবেদক : নানা উদ্যোগ নিয়েও খেলাপি ঋণের লাগাম টানা সম্ভব হচ্ছে না। এর মূল কারণ বড় ঋণ খেলাপিরা বিভিন্ন চাপ সৃষ্টি করে ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে। তাই এবার খেলাপির বিরুদ্ধে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ১০০ কোটি টাকা বা তার বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিবিড় তদারকির মধ্যে আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সব ব্যাংকে বিশেষ তদারকি সেল গঠন করতে বলা হয়েছে। শ্রেণিকৃত ঋণের পরিমাণ ও খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা কমিয়ে আনতে এ পদক্ষেপ নিয়েছে ব্যাংক খাতের এ নিয়ন্ত্রণ সংস্থা।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ব্যাংক খাতে খেলাপির সংখ্যা কমিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এরই অংশ হিসেবে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ব্যাংকগুলোতে বিশেষ পরিদর্শন করবে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে খেলাপি ঋণ কমবে।
এব্যাপারে অর্থনীতিবিদ ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, ঋণ খেলাপি কমানোর জন্য যে উদ্দ্যোগ নেয়া হয়েছে এটা খুবই ভালো দিক। মনে হচ্ছে কিছুটা খেলাপি ঋণ কমবে। তবে কাজ করতে হবে সেল গঠন করলেই হবে না। মনে হচ্ছে সেল গঠনে সুফল পাওয়া যাবে।
এব্যাপারে অর্তনীতিবিদ ড. আবুল বারকাত বলেন, সেল গঠন অবশ্যই ভালো দিক। তবে সেল হতে হবে শিল্প-কারখানা বান্ধব। খেলাপি ঋণ আদায় করতে গিয়ে যদি শিল্পকারখানা আবার বন্ধ হয়ে যায় তাহলে তো বিপদজনক। সেল গঠনে মনিটরিং বিষয়টি থাকতে হবে স্বচ্ছ। কার ক্ষতি করে খেলাপি ঋণ আদায় করা ঠিক হবে। সদিচ্ছা যদি থাকলে খেলাপি ঋণ কমানো সম্ভব।
গত মার্চ শেষে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৯ লাখ ৩৩ হাজার ৭২৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা।
খেলাপি ঋণ কমেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, খেলাপি ঋণ অবশ্যই কমেছে। ২০১৮ সালের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জুনে অধিকাংশ ব্যাংকে খেলাপি ঋণ কমে এসেছে।