কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবেন, আশা পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কূটনীতিকরা যথেষ্ট ম্যাচিউর। আশা করি তারা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহর ঢাকা সফর সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা নিয়ে জানতে চাইলে ড. মোমেন বলেন, কূটনীতিকরা যথেষ্ট ম্যাচিউর। আশা করি তারা কূটনৈতিক শিষ্টাচার মেনে চলবেন।

তিনি আরও বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, তখন তারা আমার দেশের বিষয়ে জিজ্ঞাসা করতেন। তবে পরে আমি যখন কূটনীতিক ছিলাম, তখন তারা আমাকে আর দেশের কোনো বিষয়ে জিজ্ঞাসা করেনি।

 

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু কৃষি পুরস্কার পাচ্ছেন ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধরেমিট্যান্সের গতি কমছে, ছয়দিনে এলো ৩৫ কোটি ডলার