কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৯ টায় কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক আনিছুর রহমান।
তিনি জানান, আরো দু’একদিন তাপমাত্রা নিম্নগামী থাকতে পারে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার মানুষজন। বোরা চারা রোপণের ভরা মৌসুম চলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে মাঠে কাজ করছেন তারা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কৃষি শ্রমিক মমিন জানান, এ সময়টা বোরো চারা রোপণের সময়। বৃহস্পতিবার রাত থেকে ঠাণ্ডার মাত্রা একেবারেই বেড়ে গেছে। এজন্য খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে।

বিপাকে পড়েছেন অন্যান্য শ্রমজীবিরাও। গরম কাপড়ের অভাবে কাজে বের হতে কষ্ট হচ্ছে তাদের।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে প্রথম জেনারেটর টেস্টিং ল্যাব স্থাপন করল এনার্জিপ্যাক
পরবর্তী নিবন্ধকিশোরগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে স্নাতক শিক্ষার্থী নিহত