কুড়িগ্রামে এক সপ্তাহে শীতজনিত রোগে ১২ জনের মৃত্যু

প্রচণ্ড শীতে কুড়িগ্রামে বাড়ছে রোগ-ব্যাধি। গত এক সপ্তাহে কুড়িগ্রাম সদর হাসপাতালে বিভিন্ন রোগে ভর্তি হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন বয়স্ক, তাঁদের হার্টের অসুখ ও শ্বাসজনিত সমস্যা ছিল। বাকিরা শিশু।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত প্রায় ৭০০ রোগী চিকিৎসা নিয়েছে। বগুড়ায় শিশুরা কোল্ড ডায়রিয়া, আমাশয়, সর্দি-কাশি, পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গত এক সপ্তাহে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিভাগে পাঁচ শতাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে যুবলীগ নেতাকে গুলির পর গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধসারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে