কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার ভোররাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনায় চার সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন- কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ আলী, কনস্টেবল নুরুল আলম, নাজমুল হাসান ও জয়নাল হোসেন।
কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল ইসলাম জানান, সড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থলে অবস্থান যায়। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ২টি পাইপগান, ১টি রামদা, ৯টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের ওসি।
পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের জেরুজালেম স্বীকৃতি জাতিসংঘে প্রত্যাখ্যান
পরবর্তী নিবন্ধরসিক মেয়র জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান