জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় ফের ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আন্তঃনগর ‘কালনি এক্সপ্রেস’ ট্রেনের পেছনের পরিচালকের ‘ঞ’ বগিটি লাইনচ্যুত হয়।
শনিবার সকাল ৯টার দিকে কুলাউড়া উপজেলায় জংশন স্টেশনে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি এবং ট্রেন চলাচলও বিঘ্নিত হয়নি।
উপজেলা স্টেশন মাস্টার মুহিব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় দেড় ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে স্টেশনে আনা হয়েছে।
লাইনচ্যুত বগিটি রেখে বেলা ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আরও জানান, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘কালনি এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৯টায় কুলাউড়া রেলওয়ে স্টেশনে প্রবেশকালে উত্তর পাশে ‘ঞ’ বগিটি লাইচ্যুত হয়।
এসময় বিকট শব্দ হলে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে হয়ে পড়েন। ট্রেন থামার আগ মুহূর্ত হওয়ায় গতি ছিল কম, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এসএসআই সিগন্যাল মো. হুমায়ুন কবির পাটোয়ারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার জয়ন্তিকা যেভাবে দুর্ঘটনা কবলিত হয়েছিল একইভাবে এবং একই হিলব্লক ছুটে কালনি এক্সপ্রেস দুর্ঘটনায় কবলিত হয়। তবে তদন্ত সাপেক্ষে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।