কুম্বলেকে পেছনে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন

স্পোর্টস ডেস্ক : অ্যালেক্স ক্যারি রিভার্স সুইপ করতে গিয়ে ভুল করলেন। মিডল ও লেগ স্টাম্প বরাবর করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। বলে ব্যাট লাগাতে পারলেন না অজি ব্যাটসম্যান। ভেঙে গেলো স্টাম্প। অনিল কুম্বলেকে পেছনে ফেলে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন অশ্বিন।

৮৯তম টেস্ট ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন অশ্বিন। ৪৫০তম টেস্ট উইকেট নেওয়া বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার তিনি। তার উপরে কেবল শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরন, যিনি ৮০তম ম্যাচে এই মাইলফলকে নাম লেখেন।

এরপর অশ্বিন আরেকটি উইকেট নেন। প্যাট কামিন্সকে বিরাট কোহলির ক্যাচ বানান তিনি। নাগপুর টেস্টে অশ্বিনের এই রেকর্ড গড়ার দিনে আলো কেড়েছেন রবীন্দ্র জাদেজা।

গত বছরের জুলাইয়ের পর সাদা পোশাকে দারুণ প্রত্যাবর্তন হয়েছে জাদেজার। চার উইকেট নিয়েছেন তিনি চা বিরতির আগে। ৮ উইকেটে ১৭৪ রানে দুই সেশনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।

 

পূর্ববর্তী নিবন্ধ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালন হবে ভারতে
পরবর্তী নিবন্ধরমজানে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা